মাধবপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী আটক

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৩টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি দল উপজেলার সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেন। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বদনী ভাঙ্গা গ্রামের মো: মনির হোসেন এর স্ত্রী।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃকর্নেল ফারাহ মো: ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ফাতেমা বেগম বাংলাদেশের নাগরিক, এক বছর আগে সে অবৈধভাবে ভারতের কাশ্মীরে তার স্বামীর নিকট গিয়েছিল চিকিৎসার জন্য শুক্রবার ভোর রাতে ভারত থেকে ফেরত আসার সময় ধর্মঘর বিওপির টহল দলের নিকট ধৃত হয়। এসময় আটককৃত মহিলার নিকট হতে ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী মহিলা বাংলাদেশী নাগরিককে মোবাইল ফোনসহ মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।