আন্তর্জাতিক নারী দিবসে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা

হাওরাঞ্চল প্রতিনিধি
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কল্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসসয় আরো উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সুনজিত চন্দ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক এ জে এম রেজাউল আলম বিন আনছারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।