জৈন্তাপুরে জামায়েতে ইসলামীর বিক্ষোভ মিছিল

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে ইসরায়েল এর নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা সদর এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমেদ বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক আমীর নাজমুল ইসলাম, সাবেক আমীর আনোযারুল আম্বিয়া, জৈন্তাপুর শ্রমিক কল্যাণের সভাপতি শামীম আহমদ, সেক্রেটারি আব্দুস সালাম, ১নং নিজপাট ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি সুহেল আহমদ, ২নং জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, ৩নং চারিকাটা ইউনিয়নের সভাপতি কামাল আহমদ, ৪নং দরবস্ত ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম, ৫নং ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর।
বক্তারা ইসরায়েল এর বর্বচিত হামলার তীব্র নিন্দা জানান।এবং ইসরায়েল এর পরিচালিত সকল পন্য ব্যবহার হতে বিরত থাকার আহব্বান জানান।