ফিলিস্তিন স্বাধীন করতে যুদ্ধে যেতে প্রস্তুত সুনামগঞ্জবাসী

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে ইমাম মুয়াজ্জিন পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাও. আব্দুর রকিব ও রফিক আহমদ উলাশনগরীর যৌথ পরিচালনায় বক্তব্য দেন, হেফাজতে ইসলাম জেলা শাখা কমিটির সভাপতি মাও. শায়খ আব্দুল বছির, জেলা জমিয়তের সভাপতি মাও. তাফাজ্জুল হক আজিজ, মাও. আনোয়ার হোসাইন, মুফতি আব্দুল হক আহমদী, সাবেক ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মুফতি মুজিবুর রহমান, সাখাওয়াত হোসেন মোহন প্রমুখ।
এছাড়া আলেম, রাজনীতিবিদ, সাংবাদিক, শিল্পকর্মী, মানবাধিকারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।