গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ তাওহীদ জনতার আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিলটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ মসজিদুল আমিনের সামন হতে ঢাকা সিলেট মহাসড়ক অতিক্রম করে শায়েস্তাগঞ্জ পুরান বাজার প্রদক্ষিণ শেষে নতুনব্রীজ গোল চত্বরে বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে বিক্ষোভ কারীরা ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মোঃ হাফিজুর রহমান শিফুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাহমুদুর রহমান, মাওঃ তাজুল ইসলাম নিজামি, মোঃ আব্দুল বাছির, মোঃ অলিউর রহমান, মোঃ হেলাল উদ্দিন, মাও দরছ আলী খান, হাফেজ মাওঃ আফরুজ আহমেদ, মোঃ সোয়েব চৌধুরী, মোঃ আঃ করিম, মোঃ ইব্রাহিম মাছুম প্রমূখ।
পরে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও শামছুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, অবিলম্বে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ নিতে হবে।এবং নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে। সারা বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার ও আহ্বান জানান। শেষে বিক্ষোভ কারীরা ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর কুশ পুত্তালিকা দাহ করেন।।