ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) জোহর নামাজের পর জেলা শহরে ইমাম মুয়াজ্জিন পরিষদসহ তৌহিদী জনতা, নো ওয়ার্ক নো স্কুল অংশ হিসেবে আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে,তাহিরপুর বাজার মসজিদ থেকে জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলা শাখা ও তৌহিদী জনতার ব্যানারে বিশাল মিছিল বের হয়ে এছাড়াও জেলার প্রতিটি উপজেলার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল গুলোতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংঘটনের নেতৃবৃন্ধসহ সকল স্থরের মুসলিন জনতা একাত্মা পোষন করে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার বিচার দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়। এবং মুসলিম শাসকদের ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধের আহবান জানায় বক্তাগন।
ইজরায়েলের মত বর্বর রাষ্ট্র এবং তার মদদদাতা আমেরিকার অত্যাচার থেকে ফিলিস্তিনিরা মুক্তি পাক আশা করে বক্তাগন বলেন,দীর্ঘ কয়েক যুগ ধরে ইসরাইলের হানাদাররা লাগাতার ফিলিস্তিনিদের উপর হামলা করে আসছে, যা মানবতাকে কলঙ্কিত করেছে। পুরো বিশ্বের মানব বুদ্ধি আজ বিবেকহীন। বিশ্ব আজ নীরব ভূমিকা পালন করছে, আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমরা আমাদের সামর্থ্যের ভেতর থেকে যেগুলো করার সুযোগ আছে আমরা সেগুলো করছি, আমরা ইসরাইলি পণ্য বয়কট করছি। আমরা চাই ফিলিস্তিনির উপর দীর্ঘদিনের যে আগ্রাসন অচিরেই বন্ধ হোক। ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে আসুক।