সত্যতা, নিষ্ঠা, ক্লিন ইমেজ আমার সম্পদ: আনিসুল হক

সুনামগঞ্জ প্রতিনিধি
সত্যতা, নিষ্ঠা, ক্লিন ইমেজ আমার বড় সম্পদ, সেই সম্পদের কারনে সুনামগঞ্জের-১ আসনের সর্বস্তরের জনগণ আমাকে ভালবাসেন বলে আমি বিশ্বাস করি। কারন আপনাদের উপস্থিত জানান দেয় আমাকে কত ভালবাসেন দলকে কত ভালোবসেন। সত্যতা, নিষ্ঠা, ক্লিন ইমেজ সবাইকে ধরে রাখতে হবে। আর আশা করবো আপনারা আগামী দিন গুলোতে আমাকে এমনি ভাবেই আপনাদের পাশে রাখবেন ভালবাসার আহবান জানান আলহাজ্ব আনিসুল হক।
তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ-১ আসন হতে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত-২০১৮, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং সহ-সাধারণ সম্পাদক-কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের আহবায়ক।
সোমবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনরা সবাই ঐক্য বদ্ধ থাকবেন কোনো অনিয়ম জোড় জুলুম চাঁদাবাজিতে যুক্ত হবেন না। দলের সম্মান রক্ষায় নিজেদের কে প্রতিটি কাজে সতর্ক থাকবেন যেন কেউ কষ্ট না পায়। মানুষকে ভালবাস বেন আমাদের আগামী দিনে রাষ্ট্র নায়ক আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশ মানতে হবে।
নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের অধীনস্থ ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মীদের সাথে বিএনপির চেয়ারপার্সন সাবেক সভাপতি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় বিএনপি, কৃষকদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।