লাল না সবুজ, কোন রঙের আপেল খেলে বেশি উপকার

দৈনিকসিলেট ডেস্ক :
প্রতিদিন একটি করে আপেল খেলে চিকিৎসকের কাছে যেতে হয় না। এমনই একটি প্রবাদ আছে। এর কারণ আর কিছু নয়, আপেলেরই স্বাস্থ্যগুণ। এই পৃথিবীতে যত ফল পাওয়া যায়, তার মধ্যে আপেল স্বাস্থ্যকর ফলগুলোর মধ্যে অন্যতম।তবে বাজারে অনেক রকমের আপেল রয়েছে।
আগে আপেল বললেই লাল টুকটুকে রঙের কথা মাথায় আসত। কিন্তু এখন সেই বাজারে ভাগ বসিয়েছে সবুজ আপেলও। কিন্তু লাল না সবুজ, কোন আপেল স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো?
লাল আপেল ও সবুজ আপেল দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে তাদের পুষ্টিগুণে কিছু পার্থক্য রয়েছে।
সবুজ আপেলের পুষ্টিগুণ
কম চিনি ও কার্বোহাইড্রেট : সবুজ আপেলে লাল আপেলের তুলনায় চিনি ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে।
বেশি ফাইবার : সবুজ আপেলে ফাইবারের পরিমাণ বেশি, যা হজমের জন্য উপকারী।
বেশি ভিটামিন এ : সবুজ আপেলে লাল আপেলের তুলনায় প্রায় দ্বিগুণ ভিটামিন এ থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো।
কম ক্যালরি : যারা ওজন কমাতে চান, তাদের জন্য সবুজ আপেল ভালো।
লাল আপেলের পুষ্টিগুণ
বেশি অ্যান্টি-অক্সিডেন্ট : লাল আপেলে সবুজ আপেলের তুলনায় বেশি অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
বেশি মিষ্টি : লাল আপেলের স্বাদ মিষ্টি হওয়ায় এটি অনেকের কাছেই বেশি প্রিয়।
কোন আপেল বেশি উপকারী
সহজ ভাষায় বললে ওজন কমাতে চাইলে সবুজ আপেল ভালো। ডায়াবেটিস থাকলেও সবুজ আপেল বেশি উপকারী। চোখের স্বাস্থ্যের জন্য সবুজ আপেল বেশি ভালো। অন্যদিকে অ্যান্টি-অক্সিডেন্ট পেতে চাইলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে লাল আপেল বেশি ভালো। কাজেই লাল আপেল ও সবুজ আপেল দুটোই স্বাস্থ্যকর। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেকোনো এক ধরনের আপেল বেছে নিতে পারেন। সূত্র : আজকাল