বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

বানিয়াচং প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধ এর জের ধরে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশত লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং সংঘর্ষে গুরুতর আহত শাহালম নামের একজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগীতায় প্রাণপ্রণ চেষ্টা চালিয়ে ও টিয়ারগ্যাস নিক্ষেপ এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সোমবার (৫ মে ) সকালে বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ঐ গ্রামের সাবেক মেম্বার আলাউদ্দিন গং ও নুরুল হুদা গং এর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এর জের ধরে দুপুর আনুমানিক ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশত লোকজন আহত হয়েছেন।আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ি (ইনচার্জ) এসআই ফারুক আমিনসহ একদল পুলিশ এলাকাবাসীকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান। এক প্রকার পরিস্থিতি ভয়াবহতা রুপ নিলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে স্থানীয় জনতার সহযোগীতা নিয়ে বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ রয়েছে।
এছাড়াও কয় রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছেন জানতে চাওয়া হলে, তিনি থানার বাহিরে ও ব্যস্ততার কারণে আপাতত হিসাব দিতে পারছেন না তবে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করা হয়েছে এটা জানিয়েছেন তিনি।