দুই দিন ধরে মানসিক ভারসাম্যহীন পারুল নিখোঁজ

দৈনিকসিলেট ডেস্ক
ব্রাক্ষনবাজার জালালাবাদ এলাকার মোঃ কনর মিয়ার স্ত্রী এবং পর্তুগাল প্রবাসী আলহাজ্ব এনামুল হক এনাম ও সাইফুল হক এর আম্মা নিজ বাসভবনের সামনে থেকে গতকাল সন্ধ্যায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি মানসিক ভারসাম্যহীন মোছা: পারুল বেগম (৭০)। দুই দিন ধরে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছে না তার পরিবার।
নিখোঁজ পারুল বেগমের ছেলে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব এনামুল হক এনাম জানান, গতকাল (৬ মে) সন্ধ্যায় বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেওয়ার পরও এখন পর্যন্ত উনার কোনো সন্ধান পাওয়া যায়নি, উনি মানসিক ভারসাম্যহীন রোগী।
যদি কোন সুহ্নদয়বান ব্যক্তি উনার খোঁজ পান বা দেখে থাকেন পারুল বেগমের সন্ধান পেলে অনুগ্রহ করে নিম্নোক্ত ০১৭১৫-১৭১৮৯৬/০১৭৪১-০৪১১৪২ নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সাইফুল হক এর মাকে ফিরে পেতে সহযোগিতা করুন।