‘দশ কার্যদিবসের মধ্যে বিশ্বম্ভরপুর ইউএনওকে বদলীর ব্যবস্থা করা হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় আগামী ১০ কার্যদিবসের মধ্যে ইউএনওকে বদলীর ব্যবস্থা করা হবে জানিয়েছেন সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দফা দাবিতে ছাত্র জনতার লং মার্চ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এসময় বিগত সরকারের কোটায় নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের অপসারণ, দুর্নীতি, অনিয়মের বিচার, চলতি মাসের ৪ তারিখ শান্তিপূর্ণ মানববন্ধনে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা, উপজেলার পর্যটন ও উন্নয়ন ধ্বংসের জন্য এইএনও’র দায়বদ্ধতা তুলে ধরার দাবি জানান আন্দোলনকারীরা। এসময় এডিসি তাদের পুরনের আশ্বাস দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,উ পজেলা সহকারী কমিশনার ভূমি শিল্পী রানী মদক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেসুর রহমানসহ আন্দোলনকারী ছাত্র জনতা উপস্থিত ছিলেন।