সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
নানা আয়োজনে সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় শহরের কালিবাড়িস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ যুব রেড ক্রিসেন্ট ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও সুনামগঞ্জ ইউনিট কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টায় বর্নাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন সুনামগঞ্জ ইউনিটের সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সামনে গিয়ে শেষ হয়। পরে লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি নুরুল ইসলাম সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং স্থায়ি কার্যালয় নির্মাণের জন্য সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটকে ১৫ শতক ভুমি প্রদানের ঘোষণা দেন।
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল ও আজীবন সদস্য শাহজাহান আলম সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইনুদ্দিন সোহেল, পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু ট্রাইব্যুনাল) অ্যাড. শামসুর রহমান, রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহি সদস্য ডাক্তার সৈয়দ মোনাওয়ার আলী, মোমতাজুল হাসান আবেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তানভির আহমদ আখঞ্জি, ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তা আশরাফ হোসেন লিটন প্রমুখ। এসময় রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহি সদস্য রায়হানা মঞ্জুর চোধুরী, মাহবুবুর রহমান পীর, নাঈম আহমেদ অন্তর,ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদারসহ সংগঠনের আজীবন সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষ দিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।