ছাতকে বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের ছাতক উপজেলায় দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মো. মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের বাসিন্দা। সে খুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায় মুজিবুর। এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।
মুজিবুরের চাচাতো ভাই মো. মুহিবুর রহমান বলেন, ‘সকালে মাছ ধরতে গিয়েছিল মুজিবুর। হঠাৎ বজ্রাঘাতে হলে সেখানেই তার মৃত্যু হয়।’
ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘আজ সকালে মায়েরকোল গ্রামের কাছে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেছে। উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে।