বড়লেখায় শাহবাজপুর-থানাবাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভাবাজারের বড়লেখায় সংস্কারের অভাবে শাহবাজপুর-দৌলতপুর-থানাবাজার সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়রা বিভিন্ন সময় সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি।
সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বুধবার (২১ মে) বিকেল সাড়ে পাঁচটায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শাহবাজপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শাহবাজপুর বাজারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে পূর্ববাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মো. ছাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কাওছার হামিদ ছুন্নাহ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইমদাদুর রহমান, শ্রমিক নেতা নজির উদ্দীন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলিম উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইসলামি ছাত্র শিবিরের বড়লেখা উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, শাহবাজপুর কলেজ শিবিরের সভাপতি আবুল আজাদ সাজু প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাজপুর-দৌলতপুর-থানাবাজার সড়কটি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে পশ্চিম দিকে গেছে। সড়কটি বড়লেখা উপজেলার দৌলতপুবাজার পর্যন্ত মৌলভীবাজাবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় পড়েছে। এটি গিয়ে মিশেছে বিয়ানীবাজার উপজেলার থানাবাজার এলাকার বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের সঙ্গে। এরপর বিয়ানীবাজার উপজেলা কানলী থেকে শুরু হয়ে থানাবাজারে গিয়ে শেষ হয়েছে। সড়কের এই অংশটুকু সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে রয়েছে। শাহবাজপুর-দৌলতপুর-থানাবাজার সড়কটি এক সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় থাকলেও বর্তমানে সড়কটি মৌলভীবাজাবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে রয়েছে। তবে বেশ কয়েক বছর ধরে সড়কটিতে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। এতে সড়কের বিভিন্নস্থানে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়রা বিভিন্ন সময় সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। এই অবস্থায় সড়কটি সংস্কারের দাবিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও শ্রমিক ঐক্য পরিষদ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহবাজপুর-থানাবাজার সড়কটি জনগুরুত্বপূর্ণ। এটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। কয়েকবছর পার হলেও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেননি সংশ্লিষ্টরা। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জন্য এই সড়ক দিয়ে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি মেরামতের বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েও কোনো লাভ হয়নি। শুধু তারা আশ্বাসই দিয়েছেন। কিন্তু তা বাস্তবায়ন করেননি। বক্তারা অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।