দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল, সম্পাদক নাসির
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয়। এসময় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।
সম্মেলনে সভাপতি করেন দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমদ। সদস্য সচিব আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম,উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া,১ম যুগ্ম আহবায়ক জুনাব আলী,মেহেদী হাসান উজ্জ্বল রাখাব উদ্দিনসহ নেতা কর্মী গন বক্তব্য রাখেন।
পরে ইউনিয়ন কমিটি গঠনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ বড়দল ইউনিয়ন সভাপতি পদে আশরাফুল আলম ঘোড়া ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সালাম চেয়ার প্রতিকে ১৯২ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে আব্দুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া ফুটবল প্রতিকে ৩৭২ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো রাশিদ মিয়া তালা প্রতিকে ৬২ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ পদে সম্পাদক শাহিন আলম শাহিন,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।