সিওমেকে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ পালিত
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) এর মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে পালিত হলো “বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৫”। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আত্মহত্যা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন”।
সিওমেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আহমদ রিয়াদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সুস্মিতা রায়, সহযোগী অধ্যাপক ডা. সাঈদ ইনাম ওয়ালিদ, সহকারী অধ্যাপক ডা. পলাশ রায় এবং ডা. রেজওয়ানা হাবিবা।সাইন্টিফিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা.অর্নব দে কাকন , ফেজ বি রেসিডেন্ট এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন ডা. মাহমুদুর রহমান মিতুল, ফেজ বি রেসিডেন্ট। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, রেসিডেন্ট ও ট্রেইনিবৃন্দ।
সিওমেকের এই উদ্যোগ আত্মহত্যা প্রতিরোধে মেডিকেল শিক্ষার্থীদের দায়িত্ববোধ জোরদার করবে এবং ভবিষ্যতে আরও কার্যকর মানসিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সহায়তা করবে।