মাধবপুরে প্রতিবেশীকে ফাঁসাতে ভাতিজিকে খুন, চাচা গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে ফাঁসাতে ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা রেনু মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ড থেকে র্যাব)৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেনু মিয়া মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
র্যাব জানায়, নিহত সুমাইয়া আক্তার এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১৬ জুন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে চাচা জয়নাল মিয়ার বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হবিগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীতে রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে প্রতিবেশীকে ফাঁসাতে আপন ভাতিজিকেই নির্মমভাবে হত্যা করেছেন রেনু মিয়া।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।