লন্ডনে ফ্যামেলি কনফারেন্স ২৬ জুলাই অনুষ্ঠিত হবে

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: যুক্তরাজ্যে কমিউনিটি সেবার অন্যতম প্রতিষ্ঠান ‘আল ইহসান ম্যারেইজ সার্ভিসের’ উদ্যোগে ‘ফ্যামেলি কনফারেন্স’ ২৬ জুলাই বৃহস্পতিবার লন্ডনের মুসলিম সেন্টারে বিকেল ৬টায় অনুষ্ঠিত হবে।
কমিউনিটিতে তালাক বৃদ্ধির কারণ, কীভাবে সুখী সুন্দর দাম্পত্য জীবন অতিবাহিত করা যায়, দাম্পত্য জীবনে সমস্যা ও তার সমাধান ইত্যাদি বিষয়ে কনফারেন্সে আলোচনা করা হবে।
এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, এডুকেশনালিস্ট পেরেন্টিং কনসালটেন্ট ড.আব্দুল বারী, ইস্ট লন্ডন মসজিদের খতিব শাইখ আব্দুল কাইয়ূম, ড. ইমরানুল হক, দিলওয়ার হোসেন খান এবং ফ্যামেলি কনসালটেন্ট মাওলানা আব্দুল মুনিম চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবে ম্যাসেজ কালচারাল গ্রুপ।