-নিহাল খান
বরগুনাতে সেদিন শুনি সকালবেলায়-
কিছু যুবক মেতে উঠেছে হত্যালীলায়;
দিন-দুপুরে হত্যালীলা সাঙ্গ করে-
গা ঢাকা দেয় সন্ত্রাসীরা এক এক করে ।
সবার মনে প্রশ্ন জাগে হায়রে হায় !
সন্ত্রাসীরা কেমন দেখ দাপিয়ে বেড়ায় ।
আইন-প্রশাসন সবই আছে এই দেশে,
তবে, নাক ডেকে ঘুমায় তারা কায়ক্লেশে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
ডিএস/এমসি