বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা
দৈনিকসিলেটডেস্ক
বিশ্বকাপের ২৩তম ম্যাচে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মুম্বায়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগারদের পাহাড় সমান ৩৮৩ রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে ছিলেন দুই প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিক্স ও কুইনন্টন ডি কক। তবে ইনিংস বড় করতে পারেনি হেনড্রিক্স। ১২ রান করে শরিফুলের বলে বোল্ট আউট হন এই ডান হাতি ব্যাটার। এদিন ব্যাটে আলো ছড়াতে পারেনি ভ্যান ডের ডুসেন। ১ রান করে ফেরেন এই মারকুটে ব্যাটার।
কিন্তু অপর প্রান্তে থিতু হন ডি কক। মারক্রামকে সঙ্গে নিয়ে ৪৭ বলে নিজের ফিফটি পূরণ করেন এই বাম হাতি ব্যাটার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে চাপ কাটিয়ে ওঠে প্রোটিয়ারা। ৬০ রান করে সাকিবের বলে ক্যাচ আউটে শিকার হন মারক্রাম। কিন্তু ১০১ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন ডি কক।
এরপর টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন হেইনরিচ ক্লাসেন ও ডি কক। ৩৪ বলে ফিফটি পূরণ করেন ক্লাসেন। অপর প্রান্তে ১২৯ বলে দেড়শত রান পূরণ করেন কক। ১৪০ বলে ১৭৪ রানের মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই প্রোটিয়া ওপেনার। শেষ দিকে পিচে এসে ব্যাটিং তাণ্ডব শুরু করেন ডেভিড মিলারও। ৪৮ বলে ৯০ রান করে ক্লাসেন আউট হলেও মিলারের ১৫ বলে ৩৪ রানের মারকুটে ইনিংসে ভর করে ৩৮২ রানের বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ২ উইকেট শিকার করেন। এছাড়াও সাকিব আল হাসান, শরিফুল ইসলাম,ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।