‘এই মুহূর্তে কারো ক্ষতির দায় আমরা নিতে পারি না’
দৈনিকসিলেটডেস্ক
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। হরতাল-অবরোধে সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন প্রযোজক ও নির্মাতারা। তার জের ধরেই গত দুই সপ্তাহ হলো নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। পুরনো সিনেমা দিয়েই চলছে সিনেমা হলগুলো।
তবে সেখানেও আছে দর্শক খরা এমনটাই জানিয়েছেন হল মালিকেরা।
নিয়ম অনুযায়ী প্রতি শুক্রবার মুক্তি পায় নতুন সিনেমা। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে সবশেষ গত দুই শুক্রবার কোনো সিনেমাই মুক্তি পায়নি।
গত ১৭ নভেম্বর শুক্রবার মুক্তির কথা ছিল ফুয়াদ চৌধুরী নির্মিত সিনেমা ‘মেঘনা কন্যা’।
নারী পাচার নিয়ে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি। শেষ মুহুর্তে পিছিয়ে দেয়া হয়েছে।
একইভাবে আজ শুক্রবার মুক্তির কথা ছিলো বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ সিনেমাটি।
প্রচারণা শুরু হয়েছিল দেড় সপ্তাহ আগে থেকেই। কিন্তু মুক্তি ঘোষনার চার-পাঁচদিন আগে পিছিয়ে দেয়া হয় মুক্তির তারিখ। গত রোববার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও বার্তায় নির্মাতা জানান, ‘‘শ্যামা কাব্য’মুক্তি আপাতত স্থগিত। হরতাল-অবরোধ চলছে, যদিও মানুষ কাজের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু হরতাল-অবরোধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডও হচ্ছে।
সিনেমাটি মুক্তি দেওয়া হলে আমরা মানুষকে হলে আসতে বলব। কিন্তু এই মুহূর্তে মানুষকে আমরা সিনেমা হলে আসতে বলতে পারছি না। কারো ক্ষতির দায় আমরা নিতে পারি না। তাই ২৪ নভেম্বর মুক্তির তারিখটি স্থগিত করছি।’’
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন সুবর্ণা মোস্তফা। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ।
দেশের সিনেমা হলে সবশেষ সিনেমা মুক্তি পেয়েছে গত ১০ নভেম্বর। ‘যন্ত্রনা’ ও ‘মেঘের কপাট’ নামে সিনেমা দুটি মুক্তি পেলেও সেভাবে দর্শক টানতে পারেনি কোনোটাই।
সূত্র:কালেরকন্ঠ