হেলমেটের ভেতরে বিষধর সাপ
হেলমেট পরার আগে তাকাতেই চোখ কপালে। ভিতরে লুকিয়ে বিষধর সাপ। হাড়হিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। আসলে ক্লিপে একজনকে হেলমেট পরতে দেখা যায়। কিন্তু পরার আগেই হেলমেট থেকে বেরিয়ে আসে ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপ। চমকপ্রদ এ ঘটনাটি ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তবে কখন কোথায় এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। কিন্তু ক্লিপটি এখন ইন্টারনেটে একটি সেনসেশন হয়ে উঠেছে, যা অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রæত ছড়িয়ে পড়ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বাইকে করে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে, হেলমেটের ভেতরে কিছু একটা আছে। তিনি হেলমেটটি পরীক্ষা করেন। তাতেই সামনে আসে বিষয়টি। হেলমেটের ভেতর সাপ লুকিয়ে ছিল। ক্লিপটি ছয় লাখের বেশি বার দেখা হয়েছে। একে অপরকে হেলমেট পরার আগে তা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছে নেটিজেনরা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।