নবীগঞ্জে শিক্ষকদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মরহুম এম,এল,এম মাহবুব চৌধুরী, হাফিজুর রহমান খান দিলু, রথীন্দ্র চন্দ্র দে মুকুল, কৃপাসিন্দু রায় চৌধুরী, প্রশান্ত কুমার চক্রবতী,বজলুর রহমান, মাওলানা আব্দুছ সবুর, রাখাল দাশ, রাজিব রায় ও দারোয়ান লিয়াকত আলীর মৃত্যু বার্ষিকী ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজন উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেক্টম্বর) দুপুর ১টায় সময় নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল প্রাঙ্গনে ওয়াজ ও দুরুদ শরিফ পাঠ করা হয়। জুহরের নামাজ শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম।
এতে আরো সহকারী শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হুমাউন আহমেদ, জলী রানী দাশ, অর্পনা রানী তালুকদার, সলীল কুমার দাশ, প্রিয়তোষ চক্রবর্তী, রাজীবচন্দ্র দাস, অজয় চন্দ্রের ধর, দীপক চন্দ্র সরকার, পারভিন বেগম, কৃপাসিন্দু নাথ, শিহাব আহমেদ প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। মরহুম এম,এল,এম মাহবুব চৌধুরী, হাফিজুর রহমান খান দিলু, রথীন্দ্র চন্দ্র দে মুকুল, কৃপাসিন্দু রায় চৌধুরী, প্রশান্ত কুমার চক্রবতী,বজলুর রহমান, মাওলানা আব্দুছ সবুর, রাখাল দাশ, রাজিব রায় স্যারের রুহের আত্মার মাগফিরাত ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দুরুদ শরিফ পাঠ করে বিশেষ মোনাজাত করেন, মাওলানা সিহাব আহমেদ । মোনাজাত শেষে শিরনী বিতরন করা হয়েছে।