গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রাণ বিতরণ
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন গ্রামের বানবাসী মানুষের মধ্যে নগদ টাকা ত্রাণ বিতরন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আজিজুল হক শিবলির সভাপতিত্বে প্রভাষক শাহ সরোয়ার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ডাইরেক্টর আতাউর রহমান চৌধুরী শিলু, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মজনু, প্রধান শিক্ষক সালেহ আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ,সাবেক সভাপতি রাকিল হোসেন, গভর্নিংবডির সদস্য মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান রুহেল মিয়া, নবীগঞ্জ পল্লী বিদুৎ সমিতির পরিচালক, শাহ মুস্তাকিন আলী প্রিন্স, সাবেক পরিচালক শফিউল আলম হেলাল প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বানবাসী প্রায় ৪ শত মানুষের মধ্যে নগদ এক হাজার টাকা করে বিতরণ করেন।