বৃটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সেরা আইআরসি হেক্সাস এডুকেশন
দৈনিকসিলেট ডেস্ক :
দক্ষিণ এশিয়ার মধ্যে বৃটিশ কাউন্সিলের সেরা আইইএলটিএস রেজিস্টেশন সেন্টার (আইআরসি)-এর স্বীকৃতি পেয়েছে সিলেটের হেক্সাস এডুকেশন। প্রতিষ্ঠানের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে। মেজরটিলাস্থ সিদ্দিকী প্লাজায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল এ আয়োজনে শরীক হন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মো. মনসুরুর রব-এর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-হেক্সাস এডুকেশনের সিইও মো. সুলতান আহমেদ। বক্তব্য রাখেন-ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো: বদরুদ্দোজা, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফ্যাড ক্যাব সিলেট জোনের সভাপতি ফেরদৌস আলম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর প্রণব কান্তি দেব, সমাজকর্মী ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের(সেলটা) সভাপতি অ্যাডভোকেট খালেদ চৌধুরী, গ্র্যান্ড পাইওনিয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষমো. হাবিব আল নূর।
হেক্সাসের প্রতিষ্ঠাতা জাহেদ আহমদ একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন-হেক্সাস এডুকেশনের ফ্যাকাল্টি সদস্য সৈকত দাশ। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টও ম্যাক্সিম রাইম্যান একটি ভিডিও বার্তা প্রেরণ করেন। সমাপনী বক্তব্য রাখেন হেক্সাস এডুকেশনের বোর্ড অব ডিরেক্টর্সের চেয়ারম্যান মো. সাইবুল আলম রেজা। ধন্যবাদ জ্ঞাপন করেন-ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল কাদির সুমন ও পরিচালক জুবের আহমেদ আহমদ।
স্বাগত বক্তব্যে হেক্সাসের সিইও সুলতান আহমদ বলেন, ২০০৭ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি আজ ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো। এ প্রতিষ্ঠানের সাথে আমাদের অনেক স্বপ্ন জড়িত। আমেরিকার মিশিগানে একটিসহ আমরা মোট ১৫টি ব্রাঞ্চ পরিচালনা করছি। সবার সহযোগিতায় সঠিক ভাষা শিক্ষাদানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটিকে আরো অনেক দূর এগিয়ে নিতে চাই। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এ শিয়ার মধ্যে সেরা আইএরসি সেন্টার হিসেবে বৃটিশ কাউন্সিলের স্বীকৃতি পেয়েছে হেক্সাস এডুকেশন। আামরা আমাদের কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে ধরে এ অর্জন ধরে রাখতে চাই।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো: বদরুদ্দোজা দুটি প্রতিষ্ঠানের শক্তিশালী অংশীদারিত্বের ওপর জোর দেন। আগামীতে এ অংশীদারিত্ব আরো সংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।