বড়লেখায় ইমাজিন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শীতবস্ত্র উপহার
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর ইউনিয়নের উত্তর পাটনা লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইমাজিন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে।
শনিবার রাত ৯ টায় মাদ্রাসা কক্ষে হাফিজ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক ও যুগ্ন-মহাসচিব নাট্যজন কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা শফিউর রহমান, হাফিজ নাজমুল বারী, মাওলানা আইয়ুব আলী, ফাউন্ডেশনের বড়লেখা উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন এবং মাদ্রাসা পরিচলনা কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুর রহিম প্রমূখ।