তাহিরপুরে কৃষকদলের মতবিনিময় সভা
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অধীনস্থ তাহিরপুর সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ সফল করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যার পর তাহিরপুর বাজারের দলীয় কায্যালয়ে আগামী ১০ ফেব্রুয়ারী সোমবার সমাবেশ সফল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে সারাদেশে তিন মাসব্যাপী বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশানুযায়ী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন অর রশীদ, উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক মোঃ এনামুল হক এনাম, উপজেলা শ্রমিক দলের সাঃ সম্পাদক এমদাদুল হুদা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বাদল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া মেম্বার, উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহবায়ক আবুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সফাই মিয়া মেম্বারসহ তাহিরপুর উপজেলা এবং সদর ইউনিয়নের বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবিদল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।