শাবিপ্রবি আইপি বিভাগের তিন দশক পূর্তিতে নানা আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনীতে থাকছে চাকরি মেলা, আইপিস্কয়ার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিভাগটির প্রায় আটশতাধিক গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম।
এরপর সকাল দশটায় কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভায় শিল্প বিশেষজ্ঞরা স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম বলেন, “দেশ ও দেশের বাইরে আইপিই বিভাগের গ্র্যাজুয়েটরা সাফল্যের ধারা বজায় রেখেছে। সাবেক, বর্তমানদের পদচারণায় ক্যাম্পাস প্রানবন্ত হয়ে উঠছে। আমি তাদের তিন দশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের পূর্তির সফলতা কামনা করছি।”
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের পুর্ণমিলনী উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে বাস্কেটবল মাঠ ও কেন্দ্রীয় মিলনায়তনের সামনে চাকরি মেলা আয়োজন করা হয়। এ মেলায় লাফার্জ হোলসিম, এস এম এল, এভেরী ডেনিসন, প্রাণ-আরএফএল লিমিটেড টেন্টসহ বিভিন্ন কোম্পানি চাকরি প্রার্থীদের সিভি জমা নেন। পরবর্তীতে পদ খালি থাকার সাপেক্ষে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বলে জানান কোম্পানিগুলোর প্রেরিত প্রতিনিধি দল।
এছাড়া এদিন দুপুর তিনটায় কেন্দ্রীয় মিলনায়তনে আইপিইস্ফেয়ার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আড়াই লক্ষ টাকার পুরষ্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতায় গত বৃৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কেইস কম্পিটিশিন, কম্পিউটার এইডেড ড্রয়িং, প্রজেক্ট ফেয়ার এ তিনটি বিষয়ের উপর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনশটি দল অংশগ্রহণ করে। এরপর সন্ধায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে উন্মুক্ত সংগীত অনুষ্ঠানে ব্যান্ড দল মাইলস ও এভয়েড রাফা সংগীত পরিবেশন করবেন ।
অনুষ্ঠানের দ্বিতীয়দিন সকাল থেকে বিভাগটির অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ও ফুটবল ম্যাচের আয়োজন, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগে বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হবে। এদিন সন্ধায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগটির তিন দশক পূর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
তিন দশক পূর্তি উদযাপনের সমন্বয়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মাহামুদ হাসান বলেন, “দেশে স্নাতক পর্যায়ে আইপিই বিভাগ প্রথম শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চালু হয়। আইপিই গ্র্যাজুয়েটরা সফলভাবে দেশে ও বিদেশে তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে। বৈশ্বিকভাবে প্রতিযোগিতার লড়াইয়ে আমাদের গ্র্যাজুয়েটরা সফলতার স্বাক্ষর রেখেছে। বিশ্বজুড়ে শিল্প বিপ্লবকে সফল করতে আইপিই বিভাগের গ্র্যাজুয়েটরা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”