এমসি কলেজে ‘এমসিয়ান স্টুডেন্টস নেটওয়ার্ক নামের নতুন সংগঠন

দৈনিকসিলেটডটকম
এমসি কলেজে শিক্ষার্থীদের অধিকার, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে কাজ করার লক্ষ্যে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এমসিয়ান স্টুডেন্টস নেটওয়ার্ক (এমএসএন) নামের একটি নতুন সংগঠন।
সোমবার (৫মে) সংগঠনটি যাত্রা শুরু করে।
কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ এমএসএন-কে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। আমরা চাই, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে নিয়ে এমন একটি নেটওয়ার্ক গড়ে উঠুক, যা মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এমএসএন কোনো বিভাগভিত্তিক সংগঠন নয়। এখানে এমসি কলেজের যেকোনো শিক্ষার্থী যুক্ত হতে পারবে। ক্যাম্পাসে অভ্যন্তরীণ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নেবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় এটি সোচ্চার থাকবে এবং অসহায় ও অসুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।
এছাড়া, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা, সম্মাননা প্রদান এবং উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশে এমএসএন কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে সংগঠনটি একটি ‘স্টুডেন্ট-ফ্রেন্ডলি’ লাইভ তথ্য সহায়তা কেন্দ্র চালু করবে, যেখানে নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো তথ্য জানতে ও জানাতে পারবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রিয়াদ আহমেদ মিনহাজ বলেন,
এমএসএন একটি অরাজনৈতিক, মানবিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক সংগঠন। আমরা চাই, ক্যাম্পাসে একতা, সচেতনতা, নেতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠুক। বিশেষ করে এমসি কলেজের শিক্ষার্থীদের সাথে অভ্যন্তরীণ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আরমান আনসারি, আরমানুর রহমান মাহি, ববি, মাহি আহমেদ, জাকির আহমেদ, আদনান আহমেদ, মাসুম আহমেদ, খালেদ আহমেদ, আবির আহমেদ ও নাহিদ।