মাধবপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাখরনগর এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সফিল মিয়ার সভাপতিত্বে এবং বিএনপি নেতা আজহারুল ইসলাম এর সঞ্চালনায়। প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান হামদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাধবপুর উপজেলা বিএনপি পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেকটি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, উপস্থিত সকল নেতৃবৃন্দের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান।
এ সময় মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সহিদ মিয়া, দপ্তর-সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আবদাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ আহমেদ, যুবদল নেতা সাওয়াল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।