প্রকৃতির ভারসাম্য বজায় ও সবুজায়নে বৃক্ষরোপণ জরুরি: ড. তাজ উদ্দিন

দৈনিকসিলেট ডটকম
লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সংস্থা (এলইউমুনা) কর্তৃক আয়োজিত সিলেট অঞ্চলের সর্ববৃহৎ ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪ এর প্রতিপাদ্য “সবুজ পর্যটন : সমৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণকে একত্রিত করা” এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির দেশীয় বৃক্ষের চারা রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ মে) এলইউমুনার উদ্যোগে লিডিং ইউনিভার্সিটির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি বলেন, সবুজে ঘেরা নান্দনিক লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রতিবছর বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ করা হয়।তিনি সবুজায়নে বৃক্ষরোপণ জরুরি উল্লেখ করে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহবান জানান। তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীও সবুজ এবং স্নিগ্ধ পরিবেশ পছন্দ করেন। তাই তিনি সম্প্রতি ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্যদিয়ে এবারের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরিশেষে তিনি এলইউমুনাকে পরিবেশ সংরক্ষণের কাজে নিজেদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সংগঠনের উপদেষ্টা আশফাক আহমেদ শোভন, লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা (এলইউমুনার) ২০২৩-২০২৪ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।