সুনামগঞ্জে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ধানের জমি থেকে থেকে আব্দুস সাত্তার (৬৫) নামে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(৬ মে) উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউরা গ্রামের পাশে ধান ক্ষেত থেকে এই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান জানিয়েছেন, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউরার ধান ক্ষেতে একজনের লাশ পরে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী বিশ্বম্ভরপুর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৬৫)। এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ওসি মোখলেছুর রহমান জানান, তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। তবে গত ৪ তারিখ তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। তার দুটি পরিবার রয়েছে প্রথম পরিবারের বড় ছেলেরা কেজাউরা গ্রামে বসবাস করে। দ্বিতীয় পরিবার ছাতার কোনা থাকেন। নিহত কৃষক চোখে কম দেখতেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে কি ভাবে মৃত্যু হয়েছে।