সুনামগঞ্জে ৩৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জের সদর উপজেলায় ৩৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারনি।
বুধবার (৭ মে) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নে মালাইগাঁও থেকে জব্দ করে।
বিজিবির হাতে জব্দ কৃত শাড়ীর মূল্য ৩১ লাখ ৩৫ হাজার টাকার বেশি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মালিকবিহীন অবস্থায় চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৫/৪-এস হতে আনুমানিক ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মালাইগাঁও নামক স্থান হতে ৩৩০ পিস ভারতীয় শাড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ৩৫ হাজার টাকার বেশি।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
আটককৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।