আনসার ও ভিডিপি সদস্যরা হবে দেশ বিনির্মাণের কারিগর

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
আনসার ও ভিডিপি সদস্যরা হবে দেশ বিনির্মাণের কারিগর, আনসার ও ভিডিপি সদস্যরা হবে দেশ বিনির্মাণের কারিগর বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মো:জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
তিনি সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি এডভ্যান্স কোর্স(পুরুষ) ১ম ধাপের সমাপনী মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন।
জেলা আনসার ভিডিপি কমান্ডার রুবায়েত বিন সালাম এর সভাপতিত্বে তিনি আরও বলেন তিনি বলেন, শুরুতে আমাদেরকে মানুষ হতে হবে, দেশের তরে নিজেকে বিলিয়ে দিতে হবে। মানুষের কল্যাণে নিজেকে সঁপে দেওয়ার মাঝেই রয়েছে আনন্দ, রয়েছে জীবনের সার্থকতা। অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়াই জীবনের প্রকৃত সার্থকতা। যথাযথ পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে জীবনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া যায়। শুধু প্রয়োজন একাগ্রতা ও সততা। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। মানুষ যদি স্বপ্ন দেখতে মাইন্ড সেট করতে পারে, নিজের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারে তাহলে সে তার লক্ষ্যে পৌছাবেই।
তিনি বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কথা উল্লেখ করে বলেন “Know ThySelf” নিজেকে চেনো, নিজেকে জানো,নিজেকে আবিষ্কার করো।তোমাদের মধ্যে রয়েছে অনেক সম্ভাবনা তোমরা সেটাকে আবিষ্কার করো, সততা ও নিষ্ঠার সাথে এ শক্তিকে কাজে লাগালে দেশ ও জাতি উন্নতির উন্নতির চরম শিখরে পৌঁছবে। তিনি প্রশিক্ষণার্থীদেরকে বলেন, সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সঞ্জীবনী উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি উপজেলায় প্লাটুনভুক্ত সদস্য হয়ে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখার।
মহাপরিচালক মহোদয়ের বাহিনীর উন্নয়নে সকল সৎ উদ্যোগ গুলোকে সকলে মিলে বাস্তবায়ন করার জন্য কাজ করার নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি, ভিডিপি অ্যাডভান্সড কোর্সের প্রশিক্ষনার্থীদের মধ্যে বেস্ট ড্রিল, বেস্ট ফায়ারার এবং সেরা চৌকস প্রশিক্ষনার্থীকে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
তিনি প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী ও আনসার ব্যাটালিয়নের সদস্যদেরকে প্রশিক্ষণটিকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ দেন।
সম্মানিত উপমহাপরিচালক মহোদয় প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণে উপস্থিত সকল প্রশিক্ষনার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ ও দেশের কল্যাণে নিবেদিত প্রান করে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।