মোহনা সাংস্কৃতিক সংগঠনের নবনির্বাচিত কমিটি ঘোষণা

মেহেদী হাসান তানিম, এমসি কলেজ প্রতিনিধি
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সৃজনশীল ও সক্রিয় সাংস্কৃতিক সংগঠন মোহনা সাংস্কৃতিক সংগঠন তাদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ মে) এক উৎসবমুখর পরিবেশে সংগঠনের কার্যালয়ে এই ঘোষণা আসে, যা কলেজের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।
মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ কর্তৃক অনুমোদিত এবং সাবেক সভাপতি জুবায়ের আহমদ রাকিব স্বাক্ষরিত ২০২৫-২০২৬ সালের জন্য গঠিত এই নতুন কমিটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করবে এবং কলেজের ছাত্রছাত্রীদের মাঝে সংস্কৃতি চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে বলে আশা করা যাচ্ছে।
নবগঠিত এই কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন একঝাঁক উদ্যমী ও সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থী। তাহিন আহমেদ অত্যন্ত যোগ্যতার সাথে সভাপতির দায়িত্ব লাভ করেছেন, অন্যদিকে সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব অর্পিত হয়েছে ইমরান হোসেন উজ্জ্বলের উপর। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ব মঙ্গল দাস ও হৃদয় সরকার, যারা সংগঠনের নীতি নির্ধারণ ও কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সহ-সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে এসেছেন অনিমেষ ভৌমিক বাপন এবং মোহিত দাস দীপ্ত, যারা সংগঠনের দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা আনবে।
সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জান্নাতুল হুমায়রা প্রমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এবং তাকে সহযোগিতা করবেন সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার ও অনিন্দ্য ঘোষ। আর্থিক বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মীর জান্নাত অর্থ সম্পাদক এবং ইমরান আহমদ সহ অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জয়দুত দাস অয়ন, এবং তার সহযোগী হিসেবে থাকবেন সহ-সাংস্কৃতিক সম্পাদক দৃষ্টি চক্রবর্তী ও অভিজিৎ দাস।
যোগাযোগ ও প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন প্রচার সম্পাদক প্রীতম দাস ও সহ প্রচার সম্পাদক রোদেলা দত্ত রাত্রি। সংগঠনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দায়িত্বে দপ্তর সম্পাদকের পদে এসেছেন শুভ রাজ দে এবং সহ দপ্তর সম্পাদক হিসেবে শান্তা ফেরদৌসী সামিয়া। সাহিত্য চর্চাকে উৎসাহিত করতে সাহিত্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুমাইয়া সিদ্দিকা তাকি এবং সহ সাহিত্য সম্পাদক অনন্যা অনু। এছাড়াও, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহদী আহমেদ, আরিফ রহমান ও কাওছার আলম, যারা সংগঠনের সামগ্রিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
বিদায়ী কমিটির সদস্যবৃন্দ নবনির্বাচিত এই তরুণ নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং সংগঠনের উন্নয়নে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নবনির্বাচিত সভাপতি তাহিন আহমেদ তার সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে নতুন আঙ্গিকে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
এমসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, মোহনা সাংস্কৃতিক সংগঠনের এই নবীন কমিটি তাদের কর্মোদ্দীপনা ও সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে কলেজের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চার আগ্রহ সৃষ্টিতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।