ড. মো. আমিনুল হক
বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণায় সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সি ই ফ্যামিলির উদ্যোগে “Research progresses on Limestone Calclined Clay Cement Composites and Scholarship Opportunites in KSA Universities”-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন অফিসের জরুরী কাজে ঢাকায় অবস্থান করায় সেমিনারে অংশগ্রহণ করতে পারেননি। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া। এতে রিসোর্স পারসন হিসেবে লাইমস্টোন কেলক্লাইন্ড ক্লে সিমেন্ট কম্পোসাইটস এবং সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় স্কলারশীপের সুযোগ বিষয়ে আলোকপাত করেন সৌদি আরবের দাহরামে অবস্থিত কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম এন্ড মিনারেলস পোস্ট ডক্টরাল ফেলো (IRC for Construction and Building Materials) ও লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. মো. আমিনুল হক। এসময় তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে গবেষণায় সম্পৃক্ত হতে হবে। লিডিং ইউনিভার্সিটিতে আসলে মনে হয় নিজের পরিবারে ফিরে এসেছি উল্লেখ করে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিই পরিবারের সবাইকে গবেষণার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন, একজন গবেষক যত সহজে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পায় সাধারণ শিক্ষার্থীদের জন্য তা ততটা সহজলভ্য নয়।
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সিই ফ্যামিলির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. জাফর আহমেদ লিমন। এতে আরো বক্তব্য প্রদান করেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. সাব্বির আহমেদ ওসমানী।
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাইজা বাসিসা কোরেশীর সঞ্চালনায় সেমিনারে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।