শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের কমিটি বর্ধিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ইংরেজি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের কমিটি বর্ধিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’তে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন, সাবেক সহ-সভাপতি ফারজানা ইসলাম ভূঁইয়া ও সাদিয়া ইসলাম ইভা, সাবেক সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাস এবং বর্তমান সভাপতি মো. আরমান হোসেন ইমন, সাধারণ সম্পাদক দীপ্ত বনিক ও বর্তমান সদস্যরা।
বর্ধিত কমিটিতে সিনিয়র কোঅর্ডিনেটর মুহাম্মদ সোহাগ, সহকারী আাইটি সম্পাদক নোমান মোহাম্মদ নাওয়াজ, কার্যনিবাহী কার্যক্রম সম্পাদক তাহভীর ইসলাম আদনান, আবুল হাসনাত মুরাদ ও মুহাম্মদ জসীম উদ্দীন, কার্যনিবাহী প্রচার সম্পাদক মাহির ইসলাম আবিদ, মুহাম্মদ আরিয়ান শেখ, মেহেদী হাসান তাইম ও আহমেদ সাহেদ, কার্যনিবাহী যোগাযোগ সম্পাদক অনীশা নূরাইন, সামিউল আলিম, শাহেদ মানজাইর, শোয়েবর রহমান আরিফ ও মুহাম্মদ এহসানুল হক মিলন, কার্যনিবাহী আইটি সম্পাদক রূদ্র বনিক, আব্দুল্লাহ আল রাফি ও আতিকুর রাহমান রিশাদ, কার্যনিবাহী ক্রীড়া সম্পাদক তন্ময় সমদ্দার অভ্র, তাইজুল ইসলাম রুপক ও রিফাত আহমেদ তপাদার, কার্যনিবাহী সাংস্কৃতিক সম্পাদক হুমায়ারা জান্নাত চৌধুরি, নাইমা বেগম, সূচিত্রা রায়, মার্জানা আক্তার স্বর্ণালী ও মোসাম্মত ফারজানা মনোনীত হয়েছেন।