বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুরের আহবায়ক দেবেশ, সদস্য সচিব রিংকু
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক দেবেশ রায় ও রিংকু রায়কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক অজিত দাশ ও সদস্য সচিব রাজন তালুকদারের স্বাক্ষরিত পেডে অনুমোদন করা হয়।
কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে তারা হলেন, রতন কুমার মিস্ত্রী, সজল বর্মন, বিভাশ রঞ্জন বর্মন, সুব্রত সরকার (হাবুল), রাজন দাস, মন্টু বর্মন, শংকর দাস, সমর বর্মন, দীপক বর্মন, রমেন্দ্র বর্মন, বিজয় দাস, বিধান দাস, রানা তালুকদার, শাওন বর্মন, ঋতুরাজ বর্মন দিজেন।
কমিটিতে সদস্যরা হলেন, বাবু ভাস্কর রায়, রিন্টু রায়, শৈবাল রায়, নিউটন তালুকদার, বাদল চন্দ, মিন্টু বর্মন, হিমাংশু পুরকায়স্থ, বিষ্ণু দাস, রকেট সরকার, বুলন তালুকদার, নিলয় চক্রবর্তী, সুমন দাস, রাজন তালুকদার, রাজিব বর্মন, লিটন রায়, কৃত্তিবাস বর্মন, নিরেশ বর্মন, নিবাশ বর্মন, নির্মল দাস, লিন্টু রায়, আপন বর্মন, সজল রায়, রতন দাস, ক্ষিপেশ তালুকদার, অখিল বর্মন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক দেবেশ রায় ও রিংকু রায় বলেন, আমাদেরকে কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব করায় জেলা আহবায়ক ও সদস্য সচিব সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদেরকে সহযোগিতা করে পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানাই।