কমলগঞ্জে জমি থেকে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ কমলগঞ্জ ২নং পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রাম মসজিদের পাশ থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক পশ্চিম নন্দ গ্রামের সত্তার মিয়ার ছেলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দিকে গলাকাটা অবস্থায় এলাকার লোকজন তার মরদেহ দেখতে পায় পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।