নির্বাচনে ইবিএম ব্যবহার করা হবে না: নির্বাচন কমিশনার
এসিপির দলীয় প্রতিক শাপলা আমাদের বিধি মালায় দেয়ার কোনো সুযোগ না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না। এছাড়াও ইবিএম এ নির্বাচন হবে না বলে জানিয়েছন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এনসিপি নির্বাচনে না আসার বিষয়ে কোনো কথা বলতে চাই না কারন এটা রাজনৈতিক বিষয়।
তিনি শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় পরির্দশন করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
এসময় তিনি আর বলেন,নারী পুরুষ প্রতিবন্ধীসহ সকল ভোটাদের জন্য প্রয়োজনীয় ব্যস্থা নেয়া হবে। তৃনমূল প্রযার্যে একটা ভোট কেন্দ্রে এলাকার কি রখম সমস্যা থাকতে পারে তা দেখতে এসেছি। একটা অবাধ ও সুষ্ট নিরপেক্ষ নিবার্চন অনুষ্টানের জন্য প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিশৃংখলা পূন্য অবস্থা বজায় থাকে কি না আর অবকাঠামোগত সমস্যা আছে কিনা তাই দেখতে এসেছি। দূগম এলাকার শুষ্ট ভাবে নির্বাচনের জন্য যোগাযোগ,যানবাহন,প্রিজাইডিং অফিসার গনকে সহযোগীতা পায় তার ব্যবস্থা করা করবো। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে রমজানের আগে ফ্রেব্ররুয়ীর প্রথম ভাগে নিবাচন হবে তখন থেকেই কর্মপরিকল্পনা করেছি,প্রয়াজনীয় সকল ধনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তারই অংশ হিসাবে আজ ভোট কেন্দ্র পরির্দশন করতে আসা।
এসময় নির্বাচন কমিশনার এর একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাচন অফিসার সিলেট বিভাগ মোঃ আলা উদ্দিন,সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক,উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।