চুনারুঘাটে প্রয়াত লাল মিয়ার স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল
অটোরিকশা–হটোটেম্পু, মিশুক ও বেবিট্যাক্সি মালিক ও শ্রমিক ইউনিয়ন (চট্ট মেট্রো–২৮০৫), চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ও চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রশিদ লাল মিয়ার মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চুনারুঘাট পৌরসভার কলেজ রোড টু-স্টার এন্টারপ্রাইজ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি টলো সরকার। শ্রমিক নেতা এমাদাদুল হক টেনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন (চট্ট মেট্রো–২৮০৫) এর সেক্রেটারি নুরুল হক লিটন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক সমিতির সভাপতি আবদুল আউয়াল সাধারণ সম্পাদক রফিক তালুকদার, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর ফরিদ মিয়া, নিহতর বড় ছেলে ঠিকাদার মো: রুবেল মিয়া প্রমুখ।
বক্তারা প্রয়াত লাল মিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ নেতা, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সত্যিকার জননেতাকে হারালাম। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন।