যাদুকাটা নদীতে বালু উত্তোলন, ৫১ জনের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঐ নদীর ইজারাদার মোঃ নাসির মিয়ার পক্ষে এ মামলা দায়ের করেন মোশারফ হোসেন আরিফ তালুকদার। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পুরানঘাট গ্রামের বাসিন্দা।
মামলায় উল্লেখ করা হয়, বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী-১ ইজারাকৃত এলাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিবাদীরা ব্লাকহেড, স্টিল ও বারকি নৌকার মাধ্যমে নিষেধ থাকা সত্ত্বেও নদীর পাড় কেটে বালু অবৈধভাবে বালু উত্তোলন করে।
এতে নদীর পাড় ভেঙে পরিবেশ,ভৌগোলিক কাঠামো, মৎস্য ও জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের নাম-পরিচয় সংগ্রহ করে এজাহার দায়ের করা হয়েছে বলে ইজারাদার পক্ষ জানানো হয়েছে।
ইজারাদার এর পক্ষে দায়ের করা মামলার আসামীরা হলেন-লাউড়েরগড় গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে আলহাজ মিয়া, মৃত জহির মিয়ার ছেলে শাহজাহান মিয়া, মৃত বিল্লাল মিয়ার ছেলে হেনাজ মিয়া, মৃত জালাল মিয়ার ছেলে আলমগীর মিয়া, মৃত সুলতান আমিনের ছেলে নোরাঙ্গীর আলম, শাহাদুল আলম, মৃত আফজাল উদ্দিনের ছেলে নারজুল হোসেন ও পারভেজ, মৃত জাহিদ মিয়ার ছেলে শাহিন মিয়া, ফানা উদ্দিনের ছেলে এহিবুল ইসলাম, আবুল হোসেনের ছেলে সুর আলম, মৃত আফজল উদ্দিনের ছেলে কবির মিয়া, হজ্জিল মিয়ার ছেলে নজির হোসেন, সাইতু মিয়ার ছেলে শফিকুল মিয়া, তাজু মিয়ার ছেলে রুস্তম মিয়া, আমু মিয়ার ছেলে আ. মন্নান, হেদায়েত আলীর ছেলে মো. আলী, মৃত কিবরিয়া মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম প্রকাশ খেলু মাস্টার, হেদায়েত আলীর ছেলে হুমায়ুন মিয়া, আবুল কাসেম এর ছেলে খাজা মইনুদ্দিন, কাছম আলী র ছেলে আব্দুর রহমান, আব্দুল খালেক এর ছেলে মজিবুর, মনর উদ্দিন এর ছেলে হৃদয় মিয়া, জোনায়েদ, ময়দর আলী র ছেলে রফিকুল, মকবুল মিয়ার ছেলে আবু বকর, পুরান লাউড়েরগড়ের বাসিন্দা মৃত রহম আলীর ছেলে মোস্তফা আলী, মোস্তফা আলী র ছেলে মাইনুদ্দিন, উসমান গণি র ছেলে ওমর গণি, সুরুজ মিয়ার ছেলে শাহ আরফিন, খুর্শিদ মিয়া র ছেলে আজগর আলী, মমিন মেম্বার এর ছেলে বাচ্চু মিয়া, শুক্কুর মাসুদ এর ছেলে শিপন, শুভ ও শাহান শাহ, ছড়ারপাড় গ্রামের বাসিন্দা মৃত মছন আলী র ছেলে আব্দুল মান্নান, মৃত আরব আলী র ছেলে এখলাছুর, মৃত মাতু মিয়া র ছেলে আক্কাস মিয়া, মৃত রহম আলীর ছেলে হেলাল মিয়া, শাহিদাবাদ গ্রামের বাসিন্দা মৃত নোয়াজ আলী র ছেলে রহমত আলী, মো. রুপ আলী র ছেলে মোবারক হোসেন,মমিন মেম্বার এর ছেলে আসাদ মিয়া, সাবিকুল , শিমুলতলা গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলাম এর ছেলে সোহান মিয়া, আলাল উদ্দিন এর ছেলে সুমন মিয়া ও জুয়েল মিয়া, ঘাগটিয়া গ্রামের বাসিন্দা নুর কালাম এর ছেলে আন্তারুল, আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা, ঢালারপাড় গ্রামের বাসিন্দা আলীনুরের ছেলে বিল্লাল মিয়া, মিয়ারচর গ্রামের বাসিন্দা তোতা মিয়ার ছেলে জাকির হোসেন ডালিম ও মনোয়ার হোসেন অলিমসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন। তিনি জানান মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। কোনো ছাড় দেয়া হবে না।