ফেঞ্চুগঞ্জে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
সিলেটের ফেঞ্চুগঞ্জে কয়েকটি স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বড় ভাই মো. নিজাম উদ্দিন। গত বুধবার এমন অভিযোগ জানিয়ে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (নম্বর ৬১৪) করেছেন।
সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।
সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার, লিফলেট ও ফেষ্টুন লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। গত ১২ অক্টোবর সন্ধ্যা আটটার দিকে তারা দেখতে পান ফেঞ্চুগঞ্জ থানাধীন কুশিয়ারা নদীর সেতুর উপর, চানপুর বাজার এবং উপজেলা সদরের বিভিন্ন স্থানে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন কে বা কারা ছিড়ে ফেলেছে। এছাড়াও ফেঞ্চুগঞ্জ থানার অন্যান্য স্থানেও পোস্টার ও ফেষ্টুন ছিড়ে ফেলা হয়েছে। এসব ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ভাই মো. নিজাম উদ্দিন। তিনি এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট সুষ্টু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।