ফেঞ্চুগঞ্জে ধানের শীষের পক্ষে খান জামালের প্রচারণা ও লিফলেট বিতরণ
বৃহস্পতিবার বাদ মাগরিব দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে ব্যবসায়ী, জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন ও আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।
এ উপলক্ষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মইন উদ্দিন। পথসভা পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিমন হাসান রিমু ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওলিদ আহমদ সেন্টু।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন দিল্লি ও পিন্ডির আধিপত্যবাদ থেকে বের হয়ে আসার জন্য সত্যিকারের দেশপ্রেমিক নির্বাচিত সরকার দরকার। দেশপ্রেমিক সরকার গঠন করতে হলে বিএনপি ও তারেক রহমান এর উপর আস্থা রেখে আগামী নির্বাচনে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ ইনসাফ ভিত্তিক শাসন চালু হবে এবং কল্যাণকর, রাষ্ট্রে পরিনত হবে।
পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, নাইমুল করিম খসরু, হুসেন আহমদ খান ইরন,ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক দিলাল আহমদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুবের আহমদ, বিএনপি নেতা আব্দুল মতিন খান, আব্দুল আহাদ কয়েস,শ্রমিক নেতা রুজেল আহমদ,সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বনিক সমিতির সাধারণ জুবেরুল ইসলাম জুলিয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হোসাইন সামি, সৈয়দ আক্তার হোসেন ময়না, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিপার আহমদ, সদস্য আতিকুল ইসলাম খায়রুল, সাবলু শাহ, বিএনপি নেতা রুমেল আহমদ, আব্দুল কাইয়ুম খান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুনেদ আহমদ, মাইজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মামুন, ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সুনাম হুসেন, শাহজাহান আহমদ,আব্দুল খালিক, আব্দুস শহীদ,এমাদ আহমদ, আসুক আহমদ, ফুহাদ আহমদ,কাওসার, ছাত্রদল নেতা জয়নাল আহমদ, আজরফ মাহি,হামিম হুসেন শিপু,নাজমুল প্রমুখ।