শাবির সিএসই কার্নিভাল এ লিডিং ইউনিভার্সিটির কৃতিত্ব
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এর সিএসই কার্নিভাল এ রানার আপ অর্জনকারী লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জুনায়েত আহমেদ পলক, এমপি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সিএসই কার্নিভাল-২০১৭ এ লিডিং ইউনিভার্সিটির দ্বিতীয় স্থান অর্জন করেছে। গত ৪-৫ আগস্ট ২০১৭ তারিখে দুদিন ব্যাপি অনুষ্ঠিত কার্নিভালের রোবটিক্স কনটেস্ট ইভেন্টে রানার আপ হয়েছে লিডিং ইউনিভার্সিটির টিম ‘ক্রাশার’। এতে প্রথম হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর টিম সাস্ট নাম্বার১০।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের মাননীয় মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: ইলিয়াস উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মেদ জাফর ইকবাল, স্কুল অব এপ্লা¦ইড সাইন্স এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মোহাম্মদ শহিদুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম এবং কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক এম জহিরুল ইসলাম,পিএইচডি, পিইএনজি।
কার্নিভালে ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, চিটাগাং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্র্সিটিসহ সর্বমোট ২৮টি টিম অংশ গ্রহন করে। লিডিং ইউনিভার্সিটির টিম ‘ক্রাশার’ এ সদস্য ছিল ইইই বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক, ইমতিয়াজ আহমদ প্রবাল, ফাহিম আহমদ হামীম ও হুমায়ুন রশীদ হিমেল। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী বিজয়ীদেরকে তাদের এ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনে প্রতিযোগীতা বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে সৌহার্দপূর্ন সম্পর্ক গড়ে তুলবে এবং শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে। এবাবে শিক্ষার্থীরা আগামীতেও নিজ বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এ প্রত্যাশাও তিনি করেন। লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রনিক্স ক্লাবের পক্ষ থেকেও বিজয়ীদেরকে অভিনন্দন জানানো হয়েছে।