রবো-রায়োট এ লিডিং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি তে অনুষ্ঠিত রবো-রায়োট এ চ্যাম্পিয়ান হওয়া লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর মেকানিকেল এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ‘Mecceleration-2017’ ইভেন্ট এর রবো-রায়োট ক্যাটাগরিতে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত বিবিএস কেবলস এর সহযোগিতায় রবো-রায়োট প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির টিম ‘গ্ল্যাডিয়েটর’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ’হাওমাও’ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর ডীন, বিবিএস কেবলস এর ডিরেক্টর এবং উক্ত বিশ্ববিদ্যায়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগীতায় ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচারাল এন্ড টেকনোলজি, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেট্রোপলিটন ইউনিভার্সিাটসহ সর্বমোট ৩০টি টিম অংশ গ্রহন করে। লিডিং ইউনিভার্সিটির বিজয়ী ইইই বিভাগের শিক্ষার্থীরা হল আবু বক্কর সিদ্দিক, ইমতিয়াজ আহমদ প্রবাল, উমর ফারুক আবিদ ও ফাহিম আহমদ হামীম। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী বিজয়ীদেরকে তাদের এ সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং বলেন তাদের এ ধারাবাহিক কৃতিত্ব লিডিং ইউনিভার্সিটির জন্য সুনাম বয়ে আনবে। তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন। লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রনিক্স ক্লাবের পক্ষ থেকেও বিজয়ীদেরকে অভিনন্দন জানানো হয়েছে।