মাধবপুরে গাঁজা পাচারকালে র্যাবের হাতে আটক ৩
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ প্রতিনিধি
র্যাব ৯ এর অভিযানে প্রাইভেটকারযোগে গাঁজা পাচারকালে ৩৬ কেজি গাঁজা সহ ৩ কারবারি আটক করেছে র্যাব ৯ এর ব্রাহ্মনবাড়িয়া ক্যাম্পের আভিযানিক দল। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় শনিবার দুপুরে মাদক মামলা দায়ের করে র্যাব । আটকৃতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যপাড়া জুবলী এলাকার সামছু মিয়ার পুত্র নুর আলম (২২),হাজী শামীম মিয়ার পুত্র মোঃ হায়দার(৩৫), কান্দিপাড়া এলাকার মো: ফজলু মিয়ার পুত্র মোঃ রাব্বি মিয়া(২২)। এর আগে শনিবার (৩ জুন) ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯, ব্রাহ্মনবাড়িয়া ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চারা ভাঙ্গা গ্রামের চারা ভাঙ্গা জামে মসজিদের দক্ষিণে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহ্নত ১ টি প্রাইভেটকার, ৫ টি মোবাইল, ৬ টি সীম, নগদ ৬৪৪ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। রাতে এ তথ্য নিশ্চিত করে মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ৩৬ কেজি গাঁজা সহ ৩ জনের বিরুদ্ধে র্যাবের দায়েরকৃত মাদক মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।