গোয়াইনঘাটের সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত সেলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত দুই আসামী জালাল উদ্দিন (৬০) ও সুলেমান (৫০) উপজেলার সদর ইউনিয়নের হুয়াউরা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সুজন মিয়া।তিনি বলেন, এই মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। খুব শীঘ্রই অন্যান্য আসামীদের গ্রেফতার করা হবে।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত সেলিম হত্যা মামলার ৩ ও ৪ নং আসামিকে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের হবিগঞ্জের বিভিন্ন থেকে গ্রেফতার করেছে র্যাব।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত সেলিম উদ্দিন অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরদিন (৫ নভেম্বর) সন্ধ্যায় সেলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নামোল্লেখ করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা দায়ের করা হয়। পরে ১০ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়। এছাড়া পরোয়ানাভূক্ত একজনকে আটক করা হয়েছে।