সুনামগঞ্জে যুবলীগ নেতা রউফ আটক
দৈনিকসিলেট ডেস্ক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যুবলীগ নেতা মোঃ রউফ মিয়া (৩৬) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে।
শনিবার সন্ধ্যায় উপজেলাট ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ আবুল কামাল চৌধুরীর নেতৃত্বে এ এস আই কার্তিকসহ পুলিশের একটি দল তাকে কলাগাঁও বাজার থেকে আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, রউফ মিয়াকে ১৬ ডিসেম্বরে নাশকতা মামলায় জড়িত থাকায় আটক করা হয়েছে। তাকে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।