দীর্ঘ এক যুগ পর বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন
তাহিরপুর প্রতিনিধি :
দীর্ঘ এক যুগ পর সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন।বুধবার ১৫ই জানুয়ারি দিন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বানিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত এই বাজারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বাজারের প্রতিটি সড়ক ও মার্কেটের ভিতরে হোটেল, রেস্টুরেন্টসহ আনাচে কানাচে যে দিকে চোখ যায় সে দিকেই প্রার্থীদের পোস্টার ব্যানার আর নির্বাচন নিয়ে আলোচলা। নির্বাচনে বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি পদে ৭ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং কোষাধক্ষ পদে ২ জনসহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বিপরীতে ১২২৯ জন ভোটার তাদের ভোট দিবেন।
সভাপতি পদে প্রার্থীরা হলেন- মো. আজিজুর রহমান (ছাতা), মো. আব্দুল গণি (ঈগল), মো. আবুল হোসেন (চাকা), মো. আমির শাহ (চেয়ার), মো. নজরুল ইসলাম সিকদার (ঘোড়া), মো. রুহুল আমিন (আনারস), সেলিম হায়দার (মোটরসাইকেল), সহ-সভাপতি পদে প্রার্থীরা হলেন, আব্দুর রউফ(সিএনজি), ইসলাম উদ্দিন(কলসি), ফারুক মিয়া (টিউবওয়েল), সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন মো. আবুল কালাম (হেলিকপ্টার), কাজী আবুল ফজল (আম), ওবায়দুর রহমান শাওন (মোরগ), শেখ শফিকুল ইসলাম (তালাচাবি), শাহিন মিয়া (ফুটবল), সাইফুল ইসলাম (বাইসাইকেল), মো.সিরাজ মিয়া(মাছ), হারুন অর রশিদ (বৈদ্যুতিক পাখা), কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান(দোয়াত কলম), রবিউল আওয়াল (ডাব), শহিদুল ইসলাম (দেওয়াল ঘড়ি)।
বাজারের ব্যবসায়ী ও বাজারে আগত সাধারণ মানুষ জানান,জাঁকজমক নির্বাচনের আয়োজনে জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে বাদাঘাট বাজারে নির্বাচন এক ভিন্ন আমেজ দেখেছি। সবার আর্কশন সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন। ভোটারগন বলছেন,প্রার্থীদের মধ্যে থেকে যাকে যোগ্য মনে করবেন আর বাজারের উন্নয়নের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করবেন তাকেই ভোট দিবেন বলে।
প্রার্থীরা জানান, নির্বাচিত হলে পরাজিত প্রার্থীসহ সবাইকে নিয়ে বাজারের উন্নয়নে, নিরাপত্তা, পরিস্কার, টয়লেটসহ সকল বিষয়ের সমাধান করবেন।
বাজারের বাদাঘাট বাজার বনিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী জানিয়েছেন নির্বাচনে ভোটার ও সব প্রার্থীদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে। আশা করছি সবার সহযোগীতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।